Tuesday, 11 December 2012

মেয়ের বাবা হলেন জিত্


বাবা হলেন টলিউডের সুপারস্টার জিত। ১২ ডিসেম্বর, ২০১২ সালের সকালে একটি কন্যা সন্তানের বাবা হয়েছেন সুপারস্টার জিত। মোহনার শারীরিক অবস্থাও ভাল আছে বলে জানা গিয়েছে। জিত নিজেই টুইট করে তাঁর পরিবারের এই সুসংবাদটি তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। টলিউডের সমস্ত শিল্পীরা জিতকে তাঁর পরিবারের এই নতুন অতিথির আগমণের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কোয়েল মল্লিক, টলিউডে জিতের অন্যতম ভাল বন্ধু, জিতকে শুভেচ্ছা জানিয়েছেন। জিতের সমস্ত ভক্তদের তরফে তাঁর মেয়ের জন্য রইল অনেক শুভেচ্ছা।
      

No comments:

Post a Comment